আজিকের ভুবনে যান্ত্রিক মানবে ভরে গেছে দিকবিদিক
হৃদয় নিংড়ে মধুর অনুভূতির শব্দ বেরয় কদাচিৎ,
অভাবনায় বিমর্ষ মানুষ আজ হারিয়েছে ভাষা
সাহিত্যে তেমন মন বসে না কবিতায় ক্ষীণ আশা
ভাষার বড়োই অভাব তাই কবিতা সেরকম আসেনা
এমন অলীক ভাবনায় আজ কেও আর ভাসে না।
মনের সাথে মনের কথা কিংবা আবেগের পরশ
প্রেমের প্রাণের গভীর টান সুমধুর রস
এসবই এখন সেকেলে ও ফেকাশে
মানুষ এখন বাস করে মেশিনের দেশে
জন্ম থেকেই যন্ত্র সখা মাতৃবৎ মলিনতা বিলুপ্ত প্রায়-
আকাশ পাতাল মর্তলোকেও পাওয়া বড়ো দায়,
বন্ধু বান্ধবের আবেগের স্পর্শ ও সম্বেদন।
অনুভূতি অনুরাগ সবিতে এখন ফন্দি র প্রাবরণ।
আত্মীয়তা আন্তরিকতা সু আচরণ সদাশয়
চেনা অচেনায় অচেনা চেনায় যান্ত্রিক পরিণয়
অন্তরঙ্গ মধুরতা মলিনতা এখন মরীচিকা
প্রেম করেও প্রেম বিহনে প্রেমিক প্রেমিকা
মোড়কের মাঝে মানুষ যে বেঁধেছে ঘর
প্রাণী এখন প্রাণহীনা অসুকে করেছে পর
প্রীতি প্রণয় পাবেন কোথায় বা কিসে
মানুষ যে আজ স্বেচ্ছায় বন্দি মেশিনের দেশে।