সবাই কি সুন্দর ছন্দ ভাষ্য আরো কত কিছু নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ন গঠনমূলক, শিক্ষণমূলক আলোচনা করেন এবং এটা আমাকে খুব আনন্দ দেয় যা সত্যিই অমূল্য। এখানে অনেক গুণী জনই আছেন সে বিষয়ে কোন সন্দেহ নেই। কিন্তু এই ব্যপারে একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করে এবং তাই এই লেখা। জানার বিষয় গুলি হল-
১) প্রত্যেকটা কবিতাতেই কেন একই মন্তব্য। কোন গঠনমূলক মন্ত্যব্য কেন করা হয় না? করলে আর কেউ না হোক আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকতাম কারণ তাতে আমি আরো সমৃদ্ধ হতাম।
২) আমি ছন্দ কি, কত প্রকার, তার গঠন প্রণালী কিছুই জানিনা। কেবল মনের ভাব আমার নিজের ভাষায় প্রকাশ করি। তাহলে এরম লেখা কি কবিতার পর্যায়ে পরবে? বা কবিতা বলে গণ্য হবে?
৩) আধুনিক কবিতা বলতে কি বুঝায় তা আমি বুঝি না। কেউ যদি আমাকে একটু শিক্ষার সুযোগ করে দিন আমি অত্যন্ত বাধিত হবো।
৪) আমরা অনেকেই গদ্য কবিতা লিখি যেগুলি আমাকে ভাবিয়ে তুলে। আমার জানতে ইচ্ছে করে গদ্য লেখা যেমন গল্প, উপন্যাস ইত্যাদি এবং কাব্য বা কবিতা লেখার মধ্যে যে ফারাক রয়েছে সেটা যদি কেউ আমাকে শিখিয়ে দিতেন আমি চির ধন্য হতাম।
শ্রদ্ধ্যেয় লেখকদের কাছে আমার মন থেকে এই আবেদন রাখছি ওনারা যেন এই লেখা গ্রহণ করে উত্তর প্রদানে সদয় হন। ধন্যবাদ।
(এই লেখার বানানগুলি হয়তো ভুল হতে পারে এক্ষেত্রেও বিবেচনা যোগ্য)