চর্ম হতে ঘর্ম বেরিয়ে মর্ম যখন হারায়
তখন ধর্ম অধর্ম আর কুধর্ম জানা বড়ো দায়।।
জাত বাঁধ ভেঙে সামিল সম্পর্কের কিনারায়
অতি অনতিতে পৌঁছে গেছে সমাহিত প্রায়।
সূর্যের আলো চাঁদ পেরিয়ে এখন রঙিন আভায়
ধার নিয়ে জ্যোৎস্না ছড়ানোর রইলো না উপায়।
সুবাস সুভাষ সবি কুপোকাত রৌপ্য মালা গলে
সোনার বদলে,
শূন্যে জলে কিংবা স্থলে।
তবে কি আসন্ন মলয় সেই রাতি
যেখানে কেবল চিহ্ন থাকবে;
আমি এই তুমি ঐ জাতি!
নাকি ফুটবে ফুল ধরবে ফল বইবে কলরব
তুমি আমাতে আমি তোমাতে
তোমাতে আমাতে তাহাতে যাহাতে বিলীন হবে সব!