জীবন যত সহজে প্রকাশ করা হয়
কবিতায়, উচ্চারণে, লেখায়, সাহিত্যে
যত মধুর ভাবে বলা যায় মানুষকে,
সিনেমায় যত সহজে সুখ দুঃখের বর্ণ ময় কাহিনী
অতি সুন্দরতম ভাবে সমাপন করা যায়
বক্তৃতায় যত সরল ভাবে ব্যাখ্যা দেওয়া যায়
অতিবাহিত করা ততই কঠিন ও বিষাদময়
যা ব্রহ্মের মতো, নিজের অন্তরে প্রাণে
কেবল নিমজ্জিত রাখা যায় বিরহ সয়ে
প্রকাশ করা যায় না প্রকৃত ভাবে।
তবে হে
জীবনে মৃত্যু যেমন চির সত্য
সুখ দুঃখ দুটোই চির সত্য যা অগ্রাহ্য করার কোন জো নেই।