হে পিতা তুমি কি জিনিস!
পাঠিয়েছ মানব মহান কে
যেন মানুষের সেবা করে সে
বুঝে মানবের হৃদয় বেদনা
জাগে জাগায় চেতনা।
হাতে দিলে ক্ষমতা, দর্প ও সামর্থ্য
দিলে শক্তি দিলে অর্থ দিলে বুদ্ধি
সেবা হেতু মানবের, আরও হতে সিদ্ধি;
পরিণামে---তোমাকে বসাল মন্দিরে
তোমার সন্তানেরা থাকে ভাঙা নীড়ে !
তুমি তো পাঠিয়েছিলে তাদের ক্ষমতা দিয়ে-
তোমার বাকি সন্তানের হয়ে
করতে মঙ্গল কাজ পড়াতে মঙ্গলের তাজ
আর- ঐ দিকে, ভয়ের তরে
যত্র তত্র মন্দিরে তোমার পূজা করে
তাদের মঙ্গলে! সাজিয়ে অপরূপ সাজ।
কি আর করবে বলো, তুমিই তো শেষে বন্দী হলে
মন্দিরে মসজিদে কিংবা গির্জায় এই
স্বার্থান্বেষীদের ছলে ।।
যাদের মঙ্গলে তোমার পূজা হয় মন্দিরে
তারাই- শাসনে শোষণে মরে অনাদরে অবিচারে
কিন্তু পূজা তোমারই হয় মন্দিরে।
তাই কী চলবে প্রভু! এই খেলাঘরে?