অট্টালিকা ডেকে বলে ওহে নর্দমা
আমার যত পচন দ্রব্য তোমাতে জমা।
পশু পাখি মানুষ সমেত সমস্ত প্রাণী
সবকিছুর বর্জ্য দ্রব্যের তুমি চাকরানী।
আমার গায়ে কত ফুল কত রঙ্গের বাহার
তুমার মুখে মূত্র ত্যাগে!
ইস! বলা যায় না আর।
উত্তরে ধৈর্যচ্যুত নর্দমা মাথা ঝেড়ে কহে
চুপ করো অনাচারী বিচার কর একবার দুহে
নিষ্ঠা সহ কাজ করি বিশাল মনে দয়া প্রচুর
পর ঘর স্বচ্ছ রাখি ব্যতীত নিজ প্রাণ দোর।
আমি যদি হয়ে পড়ি তোমা সম স্বার্থ
তুমি হবে শকুনের খাদ্য কত যাবে অর্থ
আমার দ্বারা তোমি সুন্দর ভেবে দেখ একবার
আমি বিহনে তুমি রবে কুৎসিত দুরাচার
পরের দয়ায় সুন্দর তুমি পর কারণে নোংরা আমি
ভদ্রতা তো নেই তুমার
একবার কি বলবে না আমি তুমার উড়ন্ত ডানা
ধার তো ধারো না কৃতজ্ঞতার!
আমরা সদা থাকব রত নিবিড় কর্তব্য পালনে
সুন্দর রাখবো তোমাদেরকে জীবনে মরণে।।