বুঝাতে বুঝাতে একদিন হয়ে গেলাম
নিজেই এক পূর্ণ অবুঝ।
এখন মনে বুঝ মানে না ব্যথা সহে না
ধৈর্য বাঁধ ভেঙ্গে উছলে উঠে
নিদারুণ অবুঝের দিকে।
লোহায় এমন জং ধরলো তা আর
সারেনা কামারের লবণ জলে
আগুনে সিদ্ধ লোহায় হাতুড়ির আঘাতে।
শাখা বিহীন গাছে বাতাসের ভর তেমন লাগে না
কিন্তু ঝড়ে, নড়েও বেশী অথচ পড়ে কম
যদিও পড়ে তবে সমুদয় শিখর সহ
নতুবা মাঝখান হতে মুচড়ে।
এ হেন জীবন শুধু এর ঘেরাকলেই আটকে আছে
সরেও না পড়েও না, শুধু দোলে।।