পড়ব ভেবে পড়তে বসি শান্ত করে মন
করে রাখিনি আগে থেকে পড়ার আয়োজন।
আজ নাহয় কাল করবো তাড়ার আছে কি
শিক্ষক হতে সর্ব নোট তো পেয়ে ই গেছি।
দিশেহারা হয়ে গেলাম কি করবো বলে
বন্ধুর মুখে শুনতে পেলুম পরীক্ষা এল চলে।
কি পড়ব কি পড়ি নি মনে প্রবল বিরোধ
অধিকাংশই অবশিষ্ট কেমনে করবো শোধ।
গভীর চিন্তায় বিচলিত উৎকণ্ঠা উদ্বিগ্ন মন
কোনটা পড়ব, কি গুরুত্ব কোন টার প্রয়োজন ।
দিন যত ঘনিয়ে আসছে মনে অসুখের বামাল
আতঙ্কের ঝর শুরু হয় দেওয়া কঠিন সামাল
কি করি আজ ভেবে না পায়
শূণ্য পুজিতে কি করে যায়
কোন ঠাকুর কে ডাকবো রে ভাই
করতে মোরে দয়া
মনের মধ্যে ফেলের ভাব ডাকে রয়া রয়া।
ভেবে না পায় ভাবনার বোঝা হল শত শত
শুরু থেকে ভেবে পড়লে এমন কি আর হতো?
জয় পরাজয়ে মানুষ সবাই গুন বিচারে বড়ো
এখন কি আর করবো হে দেবী একটা উপায় করো।
অসময়ে শুরু যদি করি এখন পড়া
ডানা ছেঁড়া পাখী মাগো দেবে কি আর উড়া?
অতি কষ্টে তুমার দয়ায় যদি বেঁচে থাকি
দিব্যি করলাম কোনো দিনও দেব না আর ফাঁকি।।