একি দিনে জন্মিল দুটি প্রাণী।
একটি সুদূর জঙ্গলে শিয়াল হয়ে
আরেকটি গৃহে মানুষ পরিচয়ে।
পাঁচ বছর পর-
শিয়াল পচা মাংস খায় ঘুরে বনে বনে
আর মানুষ বাঁচে দুধে ভাতে জনারণ্যে।
অনেক বছর পর
দুহে হল দেখা অচকিত চিত্তে প্রাণহীন শরীরে
পুকুর ধারে যেথা পাষাণের জল ঝরছে ধীরে ধীরে ।
দুটোই পরে আছে মৃত হয়ে বালুচরে।
পল্লি সমাজ দেখে শুনে চোখ ফিরায় লাজে
এমন মৃত্যু অবলোকন কি সাজে!