মা ও মা, ও...ম......
মা খুব খিদে পেয়েছে পেটে
তখন তো খেয়েছি যা দিয়েছ চেটে
তোমি এমন নিষ্ঠুর কেন মা? খেয়েছি কোন সে রাতে
এত খিদে এত ডাকছি তবুও দিচ্ছ না খেতে!
দেখো না মা পাশের বাড়ির ঐ ছেলেটা
ঘি মাখিয়ে কি জানি খাচ্ছে ওটা
ঐ মাসি টা কত ভালো-কত খাওয়ায় ওকে
তোমার কাছে খাবার চাইলেই তাড়িয়ে দাও বকে
ও যদি খেতে পারে আমি কেন না
ওর মায়ের মতো তুমিও তো আমার মা
ওরা যা খাচ্ছে বাপ নজর দিস না তাতে
আমরা তো আছি বেশ আলু আর ভাতে
আর ভাল লাগে না মা কেন জানি এহেন খাবার
আমার কি চায় না পেতে অন্য নতুন কিছু আর?
মা দেখো দেখো ও কি জানি খাচ্ছে চামচ দিয়ে
দাঁড়াও আমি একটু দেখে আসি গিয়ে
(দেখতে গিয়ে ফিরে এলো কুকুরের তাড়া খেয়ে)।
না বাপ! যাস নে ওখানে ওরা অনেক বড়োলোক
বলছে আর কাঁদছে মা ভাসিয়ে তার বুক
আয় বাবা ফিরে আয়-যা আছে তাই খাবি
কেন মা ওরা যদি বড়োলোক হয় আমরা তবে কি?
শিশু এত সব আর বুঝে কি!
আমরা গরীব বাবা, ওরা বিরাট ধনী
শিশুটি একটু থেমে শুধাই মাকে---
মা এখানে বুঝি দুই রকমের প্রাণী
আমরা গরিব আর ওরা ধনী?