ফাটল ধরলো হিয়া মাঝে
সিক্ত দু নয়ন।
অপেক্ষিছে শমিত পাখি।
শয়নে স্বপনে যাপনে রোপণে
আঁখিপটে শুধু তার প্রতিচ্ছবি আবহে ।
জীবনের অর্থ মূঢ় সম
বিভেদ নিরসন দুরূহ দুঃসহ ।
ক্ষয়িষ্ণু তনু টালমাটাল
একি ছিন্ন অনুষঙ্গ ঠেকল আজ!
সবি আকাল, যেন
চর্ম হতে ঘর্ম বেরিয়ে মর্ম তার হারিয়েছে।