অফিসে গিয়ে অফিসারের গাফিলতি দেখলেও
কিছু বলতে নেই-
বললে?
আপনার ফর্মে অনেক ত্রুটির উদয় হবে আচমকা
তাই- দেখে শুনেও কিছু বলতে নেই।
আরও বলতে নেই
হিন্দুদের সামনে গরুর মাংস
মুসলিমদের সামনে শুকর
মন্ত্রীদের সামনে খিদের জ্বালা কিংবা
নিদারুণ সমস্যা
পুলিশদের কাছে হেনস্তার কথা।
এসব বলতে নেই
মন্দিরে  আল্লাহু আকবার  
মসজিদে জয় শ্রীরাম
বলতে নেই
সরকারের সামনে বিরোধীর গুণ কথা
মাতালের কাছে মদের অপকারিতা বা কু কথা
ইত্যাদি বলতে নেই,
বলে নাকি এসব?
না!
এসব বলতে নেই
কারণ?
কারণ তো আমরা সবাই জানি,
কম আর বেশি
যদিও তা জেনেও আমরা না জানার ভান করি
ভাবলেশহীণ হয়ে থাকি
কেননা এসব কথা যে বলতে নেই।