তারে তারে দেশ বিদেশে কথা ব্যথা সবি হয়
দূরে সুদূরে কিংবা অদূরে এপাশে ওপাশ কয়
নিয়ম মেনে কেমন আছো মেসেজে নেয় খোঁজ
প্রতিবেশী পূর্ণিমার শশী ঝগড়া থাকে নিত্য রোজ
হাই হেলোই মোবাইল ভরা সাথে ইংরেজি টেক্সট
দূর কে কেবল আপন করলো পর হল নিজ নেক্সট।
ফেইসের বন্ধু চ্যাটের বন্ধু, বন্ধু অগণিত কেবল তারে
বিনাতারের বন্ধু দেখি মাসে বা বছরের কোন এক বারে
ফোনে ফোনে প্রেমালাপ কাছে এলেই ধরা
তারেতেই জীবন্ত আজ বিনা তারে মরা
ধান খেতে ঘাসে পূর্ণ নেই শস্যের সারি
কৃত্রিমতা ছেয়ে আছে দিক দিগন্ত চারি
সংযোগ এখন যন্ত্রে যন্ত্রে মন প্রাণ ছেড়ে
কবে যে হবে বন্ধন সেই বিনা তারে।
আশায় আছি আসুক ফিরে পুনরায় হয়ে স্যন্দন
কৃত্রিম হবে হ্রস্বতর, দৃঢ় হবে বিনা তারের বন্ধন।


                          *বাংলা কবিতা স্মারক*