বিকিরণ মাঝে
তোমায় দেখতে চাই নিদারুণ লাজে,
তুমি কেবল নিছক হাসো জটিল জম্পেশ মনে,
কেন এই চাতুরী, কেন ভরাও হৃদয় বিজ্ঞাপনে?
ঘুচিয়ে কপটতা করো হে রাজন
তব প্রজার বাঁচার শ্রেষ্ঠ আয়োজন
নিপীড়িতের নিপীড়ন যেন আর না সহে গায়
আর কত ছদ্ম উল্লাস, কত এড়াবেন দায়
অর্ধমৃত অবুঝ আশ্রিত তারাই তুরুপের তাস
কেন রাখছেন তাদের করে চির জীবিত লাশ
তাই হে রাজধর জানাই রাখি এই বিকিরণ মাঝে
তোমায় একটু দেখতে চাই নিদারুণ ঐ লাজে।
ফুটুক হাসি নিরীহদের ছলের খেলার মাঝে
তোমায় একটু দেখতে চায় ঐ নিদারুণ লাজে।।