পেটে মোচড় খায় বারংবার
কি জানি কোন দুর্যোগের আশংকায়।
ঐ পাড়ায় আজ বিজয়া দশমী
অধিকাংশ যুবক নেশায় বিভোর
সঠিক নিরূপণে আটকা পরে নেশার ঘোরে
কে মা, দাদা, দিদি কিংবা বাবা
সবাইকে ঝাপসা লাগে চোখে।
মূর্তি নিয়ে ঢলা ঢলি মন মালিন্য
ভর্ৎসনা হাতাহাতি কানাকানি
কি বীভৎস সেই পরিবেশ।
মা অসুর নিধনে ব্যস্ত, বিমোহিত দেখে চারিপাশ
অপলক দৃষ্টিতে চেয়ে আছে ভক্ত পানে
নির্নিমেষ চাহনে কি যেন বলছে সকলকে
কিন্তু কেউ তা পরখ করেনি, মত্ত ফুর্তিতে।
এত পূজা স্তুতি এত প্রস্তুতি মাকে ঘিরে
রাত দিন এত আরতি নিরঞ্জনেই সমাপন?
কি ব্যভিচার কি অদ্ভুত মাতৃ আরাধনা!
ভাবছে আর কাঁদছে মা মহামায়া নিভৃতে
দেখে সন্তানদের অকাল অধঃপতন
কি আর করবে মা যে সন্তানদের কাছে ঋণী
জেনে বোঝে সয়ে আছে আর হাসছে অন্তর্যামী।
বিজয়া দশমী জানিনা হবে কিনা জয়ের কেতন
শঙ্কায় আচ্ছন্ন হয়ে আছি কখন হবে তার সমাপন।
(লেখাটা একটা পাড়ার দশমী করার দৃশ্য দেখে লেখা। কেউ অন্য ভাবে নেবেন না)