জগতে প্রেম আছে উপচেও পড়ছে
কেউ ধরে রাখতে পারছে না
সুন্দরে সোহাগে মুখ রক্তিমও হয়
কেবল কেউ যতনে রাখতে পারছে না
জল বাড়ছে হিম গলছে উষ্ণও আছে,
বিশুদ্ধ জলের যথাবৎ ভোগ নেই
বৃষ্টি হচ্ছে বান ভাসছে শীতলও আছে,
তবুও কৃষকের খরার ভীতি রয়ে গেল সেই ।
ফুল ফুটছে ভ্রমর উড়ছে প্রজাপতিও ডানা মেলছে
কিন্তু প্রাণ রস শুষে সুবাস যাচ্ছে হারিয়ে
মালী আছে ডালি আছে বাগিচাও আছে
কিন্তু অতি গতিতে আগাছা গেছে ছাড়িয়ে ।
নারী আছে নর আছে প্রাণও আছে
তবে মানুষ গেছে উবে
ভাষণ আছে বাণী আছে শাসনও আছে
রীতি নীতি ন্যায় প্রীতি এসব গেছে ডুবে
হুস আছে রোষ আছে প্রদোষও আছে
সাহস সু-বুদ্ধির সুপ্রভাত গেছে বিকান হয়ে
চোখে দেখছে কানে শুনছে মস্তিষ্কেও বুঝছে
তবে, কেবল বিবেক গেছে সাবেকের কাছে খুয়ে।।