সেদিনের কথা যায় কি ভুলা আজ-
সেই লাজুক বাণী, আজও কানে শুনি
সেই মুখের আওয়াজ।
এসেছিলে তুমি হাত রেখে আমার হাতে
২০১১ এর ৫ই জানুয়ারিতে,
অনুস্যুত অঙ্গ হয়ে রইলে ঘিরে আমার প্রাণ
দেহের মাঝে যেন অক্সিজেনের সমান।
ভুলা কি যায় সেদিনের কথা-
যেদিন খেয়েছিলাম প্রথম চুমু
পেয়ে আনন্দের ব্যথা,
ফুটফুটে আলো লুকিয়ে ছিল তুমার মুখে
যদিও একটু জল এসেছিল তুমার চোখে
গহীন গগনে চিত্ত মননে পুলকিত তনু
স্ফুলিঙ্গ ছড়িয়ে দিল যেন সেদিন রক্তিম ভানু
প্রাণের স্পন্দনে, হৃদয়ের কোণে যেন থেমে থেমে বাড়ে
বন্যা বয়ে যায় প্রেমের বর্ষণে
ভুলা কি যায় সেদিনের তারে!