মনে ভেজাল কানে ভেজাল
ভেজাল শিক্ষা গুণে
চারি দিকে ভেজাল রে ভাই
মরি শুনে শুনে।
মাছে ভেজাল মাংসে ভেজাল
ভেজাল সমস্ত ফলে
সবজি পাকায় নানান পথে
ফল কেমিক্যালে ।
রাজনীতি ধর্ম নীতি কর্মেও
নেই বাদ
যা দেখবে তাতেই ভেজাল
চৌদিকে অপরাধ।
চোখের কি দুষ বল
কানের ই বা কি
রাজ্য রাষ্ট্র সবেতেই ঘাট
সবেই আছে ফাঁকি।
কেটে যাচ্ছে জীবন খানি
শুনে সুদিন ভালো দিন
পড়েনা চোখে সুদিন রে ভাই
পরে গরীবের ঋণ।