সে ভীষণ খারাপ পাজি ছেঁচড়া।
ও তো আর বলে লাভ নেই-
ভীষণ মতলববাজ স্বার্থান্বেষী।
আর উনি একটা বড়ো মাপের শয়তান।
না গো ওর কথা আর বল না।
বকে যাচ্ছে কাকিমা শুনিয়ে কাকুকে।
তাহলে ভালো কে গো?
শুধাই কাকু-
কিছু সময় কাকী নীরব রহে,
অকস্মাৎ কাকী বলে-
জানিনা গো! তুমিও সেই একই রকম।
কাকু ফির শুধাই
ভালো কে গো?
কাকী আবারো নিরুত্তর।