অবারিত মন মানে না বারণ
কিসের লাজ কিসের আবরণ
তোমাকে দেখা মাত্র
হটাত হৃদয় কেঁপে ওঠে
গগনচারী মেঘ সম প্রাণ যায় ছুটে
ভেসে উঠে মুখটি তুমার যত্র তত্র।
এত টান এত উতলা বাঁধন হারা ব্যাকুলতা
কেন এত প্রণয়চাঞ্চল্য এত অস্থিরতা
একি পাগলামি খানিক মিলনের তরে
বারেকের দেখা যায়না ভুলা তাড়ায় বারংবার
এত আনন্দ এত জ্বালা ক্ষণে আলো ক্ষণে আধার
এরই নাম বুঝি প্রেম বিবশ করে মন
দেয় না বাঁচিবারে।
২৯/০৬/২০১৮ এর লেখা