নীরবে সয়ে রইলাম সতত শত অনভিপ্রেত কথন
বলছে চলছে করছে যা মনে চাই,
আকাঙ্ক্ষা তার ক্রম ঊর্ধ্বগামী তাই।  

সেরকম কিছু বলতে নারি বহু কিছু অন্তরায় সমীপে।
প্রচ্ছদে ঢাকা পড়ে তার বিরূপ কাহিনী
নগণ্য শ্লেষ উক্তি সে কভু ও সহে নি।

মাঝে মাঝে অনুশোচনা প্রকাশে কাতর কণ্ঠে
স্নেহ ভরে প্রণয় সহ বিনয়ে পরিতপ্ত মনে
বলে, দেখো না একবার আমার হয়ে জীবনে....

ক্ষণিক সময়ের মাঝে সেই স্থিতি যেন যায় অধঃপাতে
পুনরায় ফিরে আসে সেই মন মালিন্যে
খুঁজি সেই মাধুরী ফেরাতে হয়ে হন্যে।  

এখনও হল না নিষ্পত্তি সেই কথামালার আখ্যান
চলছে নিরন্তর এমন উঠা নামার বিনিদ্র পথ
যাচাই শেষে জানিনা চলবে কিনা বিজয় রথ।।