নদীটি আজ নীরক্ত অচল প্রবাহে মরু পানে
দু কিনার শ্যাওলায় ভরা গভীর তার গহিন
কঙ্কালসার প্রেত ভাসা বাঁধতে ভয় পাচ্ছে না
অতি তেজে খোয়াচ্ছে তার শমন রাগ।
নিস্তেজ সতেজ সবি এক মুঠো বালির রাশ
সামান্য বৃষ্টিতেই ম্লান।
পরিশুষ্ক মলিনদুযতি বারী ধারা বিরহ চিত্তে কামড়াচ্ছে দাঁত সয়ে সয়ে
প্রখরে ঝামর সে, সময়ে শমিত...মৃত নহে,
পুনরায় উজ্জীবিত কিংবা পুনর্নব সম্ভাব্য--
শুধু একটুখানি পরশ প্রার্থী।
বিকীর্ণ করে সমস্ত শক্তি, দাও হে একটু পরশ বাঁচিবারে
তোমার পরিসরে এই বিদীর্ণ সংসারে।
আজকের বারিধারার এটাই অভিযাচিত গীত।