এমন আশা করোনা গো
                      যাহা অনিশ্চিত
করো আশা স্বপনের মাঝে
                    যাহা ঘটেনা নিত।
ঘটতে পারে এমন আস্থা রাখো
                            সদাই মনে
কল্পন চিন্তনে মনন বাড়ে
                         শ্রী বৃদ্ধির গুঞ্জনে।
যাহা অবাস্তব অসম্ভব চিরদিনি
                      যাহা যাবে বিফলে
সেই আশা করোনা কেউ
                    আঘাতিবে মনোবলে।
তাই বলি শুনো ওগো-
                   প্রসার চেতন জন,
প্রাণের বলে কাজ চলে
                    জয়ের বলে রণ।
আশায় মানুষ বেঁচে থাকে
                       মরে আবার আশায়-  
খাপিয়ে করা আশার রাণী
                       সদানন্দে ভাসায়।