ভাঙা রথে চড়ে আমি চলছি নিরন্তর মতে
ক্ষণে থামছি ক্ষণে  চলছি দ্রুতগতিতে
ছেড়ে নিঃশ্বাস তুলে হায় এই অজানা পথে।

অবাক করা চারিদিক কি লাবণ্য বিচিত্র  সাজ
অরূপ রূপে মোহিত হয়ে ছাড়ি লোক লাজ  
উঁচু নিচু ডান বাম সুগমে দুর্গমে চলছি বসে রথে।  

ভাঙা রথ ভালো হবে চলবে দুর্বার বেগে
কাটিয়ে মন্দ গড়বো ছন্দ উচ্ছ্বাস আবেগে
নিপুণ করে গড়বো রথ চলবে নিরন্তর খাসা।

সমৃদ্ধ সম্পৃক্ত সৌভাগ্য চলবে এক অঙ্গে
আলোয় আলোয় ভরবে জীবন সাত রঙ্গে
ভরে উঠবে স্তিমিত রথ এটাই কাঙ্ক্ষিত আশা।