রং এর মূল্য আকাশ ছোঁয়া
ধীরে ধীরে কেবল গগনচারী তার গতি।
কিছুতেই বশে আনা যাচ্ছে না।
ধরণ ভেদে দামের পার্থক্য যাচে
সবুজ, লাল, গেরুয়া, সাদা
মাপনী কিছুই নেই শুধু দাম আছে ঢের
রং এর আবার জাতও আছে;
বিদেশী স্বদেশী মিশ্র সংকর শুদ্ধ----
নেই যেটা তা হল---
খাঁটি, বিশুদ্ধতা, উপকারিতা ও গুণাগুণ
কেননা কোন রং এ গা জালা করে,
কোনটায় আবার অতি ঝাঁজ কিংবা প্রচুর দেশীয় উপকরণে সৃষ্ট,
কোনটা সেকেলে শতাব্দী প্রাচীন
মেয়াদ উত্তীর্ণ.........
দামের বাজারে যাচাই বিহীন নিরূপণ চলছে নিরন্তর।