পাড়ার লোকেরা করে হাসা হাসি
মা হয়েছে ঐ বাড়ির এক মাসি।
মা মেয়ে অশৌচ ঘরে কি লজ্জা হায়!
জামাই বেটার মুখ পুরে চলা এখন দায়।
লোকে বলে কি হে বেটা-
শাশুড়ি তুমার কেমন?
ছেলে হয়েছে তুমার, ভালো
তবে- ওনার টা ঠিক হয় নি তেমন।
অশিক্ষায় কু শিক্ষায় দারিদ্র ধারা চরমে
এমন বিচ্ছিরি কাণ্ড যে তা বলা যায়না শরমে
একে একে আট সন্তান দুই নাতিনী কুলে
আবার এল নতুন মাসি কোন আক্কেলে !
চার মেয়েকে দিল বিয়ে পাড়াতে মিলে
এখন আবার আরেক সন্তান কেনই বা নিলে!
চলছে এখন ছি ছি রব সারা পাড়া জুড়ে
সমাজ আজ এত উন্নত তবুও এত কুঁড়ে!
মেশিনে ঘেরা চতুর্দিক উন্নত প্রযুক্তির পাল
মানুষ আজও হল না মানুষ শিক্ষার বড়োই অকাল।
তিনি নাকি জানতেনই না সন্তান হবে তার
ছেলে বউ মেয়ে জামাইয়ে পনেরো হলো পার।
তাই বলি ওহে সমাজ চেতন হবে কবে
ঐ অভাগীরা দুয়ের মধ্যে সীমাবদ্ধ রবে?