হৃদয়ের রং সবাই বুঝে না
মাঝে মাঝে তুমিও।
সবি বুঝ ঢের, ব্যতীত আবেগ মোহিত অনুরক্তি
নাটকটাই বেশী ধরা পরে তুমার চোখে
ভিতরের অকৃত্রিম রং দিয়ে সাজানো ছবিটা
সত্যিটা কত গভীরে অঙ্গে প্রত্যঙ্গে রন্ধ্রে রন্ধ্রে নিমজ্জিত
কত না বলা কথা পরিপ্লুত আছে তোমাকে ঘিরে
কত বাধ ভাঙা উজাড় করা প্রেম উথলে আছে তুমার জন্য
তা খুব কমই হয় নিরীক্ষণ তোমার চোখ দ্বারা।
জেনো তুমি আমার বুকের অলিন্দের বার্তা
নিয়ো খুঁজ মাঝে মাঝে সেই রঙিন প্রাণের
স্বার্থ ছাড়া প্রণয় বিনয়ের সঙ্গে সতত।
আমি জানি তুমার অভিমানে অটল হয়ে আছো
এও জানি যে, তা যাবে ঘুচে একদিন যেদিন
রং টা লাল থেকে ঘন লাল হয়ে মজে যাবে অঙ্গে
তুমি বাসবে ভালো উজাড় করে সেদিন
বুঝবে মনের প্রাণের হৃদয়ের রঙ
আমাকে জড়িয়ে বাঁচার সাধ জাগবে
তখন হৃদয়ের রং টা আর বুঝবার প্রতীক্ষায় থাকবে না
সত্য হয়েও সত্য হবেনা সময়ের খেলায়
তাই যা পেয়েছো তা ঠেলে ফেলে দিয়ো না অবহেলায়।
রেখো নিরন্তর বিরামহীন আবেগের স্রোতে ভাসিয়ে
বেলায় অবেলায় সু বেলায়।