তুমি ছাড়া কারো অধিকার  নেই,
এই আমাকে বুকে জড়াবার।
তুমি ছাড়া কারো অধিকার  নেই,
গোধূলি বেলায় দুহাত বাড়িয়ে আমাকে কাছে ডাকার।
তুমি ছাড়া কারো অধিকার  নেই,
এই মনের সাজানো নৌকায় আরোহন করার।
তুমি ছাড়া কারো অধিকার  নেই,
জোনাক জ্বলা রাতে এ মনের বনে প্রবেশ করার।
তুমি ছাড়া কারো অধিকার  নেই,
এই তৃষ্ণার্ত ঠোঁটে ঠোঁট ছোয়ার।
তুমি ছাড়া কারো অধিকার  নেই,
চিবুক ছুয়ে পাগলের মত ভালবাসার।
তুমি ছাড়া কারো অধিকার  নেই,
মৃত্যু অবধি আমার এ হাত ধরে রাখার।

লেখার সময় - ২৬/০১/২১ রাত ১১ঃ৫৮ মিনিট।