পালহীন নৌকায় ভেসে রূপকথার সাগরে
     পাড়ি দেওয়ার ইচ্ছা শুধুই বিলাসিতা মাত্র..!!