অদৃশ্য অমৃতের স্বাদ,
যেন এক অভিনব সাধ।
পেয়েছে যে একবার,
হয়েছে সে বরবাদ!

যার মৌনতাই দুরন্ত,
কিছুতেই হয় না সে ক্লান্ত।
শেষ নিঃশ্বাস থেমে গেলে,
তবেই না হবে শান্ত।