বেলা শেষে থমকে গিয়ে
চায়ের কাপে চেনা সুর
বাস্তবতার স্বপ্ন গুলো
কক্ষপথে বহুদূর।

দেয়াল ঘড়ি থমকে গেছে
বিশ্বাসে ধরেছে জং
মুখোশ পড়া চেনা মানুষ
ছন্দ বদলে নতুন রং।

সত্য ছাড়া সুখের জীবন
থাকবে ফুলের সাজে
দিনশেষে দেখবে তোমার
জীবন ভীষণ বাজে।

স্রোতের বিপক্ষে ভাঙা গড়া
এরই নাম জীবন
বেঁচে থেকেই লড়তে হবে
নইলে হবে মরণ।