প্রতিবছর ভাবি এবার
পড়বো প্রথম থেকে।

সারাবছর ঘুমিয়ে কাটাই
নেশা মোদের ফাঁকি!
তাই এক্সাম আসলে তখন
সিলেবাসের ৯০ ভাগ বাকি।

রুটিন পেলে সিলেবাসের
আনবক্সিং করি,
আমরা তাই পরীক্ষার ঠিক
আগের রাতেই পড়ি।

আমরা যদি সব পড়ে নেই
টপাররা কি পাবে?
শুধু শুধু ওরা তখন
ডিপ্রেশনে যাবে!