মানব কি আর বুঝবে তাই
যখন দেয়ালে ঠেকে পিঠ
তখন সাম্যের গান গাই

আপন বলতে স্বার্থ বুঝি
সত্য বলতে কিছু নাই
এই দুনিয়ার মায়াজালে
আমরা সবাই আটকে যাই।