মানুষ সব মাটির সৃষ্টি
তবে কেন আলাদা দৃষ্টিতে চেনা?

দৃষ্টির ভুলে দেখি আমরা
রঙের এই খেলা।
মনের রঙে রঞ্জিত হলেই
ফুটবে প্রাণের মেলা।

তাই বলি ভাই, মনুষ্যত্বই আসল রঙ,
বাকি সব তো শুধুই ভ্রম।