বসে বসে তারা গুনি
চাঁদটা আজও অধরা
আলোর মাঝে জোনাকি খুজি
শূন্য আমার বসুন্ধরা।
আকাশ শেখায় উদার হতে
মুক্তি সেথায় মেলে
শিখছি আমি জীবন থেকে
মৃতরাও আজ কথা বলে।
সবশেষে তাই মুক্তির চিন্তা
মাথায় আমার ঘুরে
নিজের কথা ভাবছি না তাই
যাচ্ছি চলে বহু দূরে।