যান্ত্রিক এই শহরে বড্ড অচেনা
অচেনা নিজের কাছে
দিন কেটে যায় ধূসর হাওয়ায়
শূন্যের সাথে হেসে।
লোকে যে যাই বলুক
দুঃখ তাতে নাই
লাইফের সাদা ক্যানভাসে
স্বপ্ন এঁকে যাই।
কপালে আছে কষ্ট যেটা
করতে হবে সহ্য সেটা
স্বপ্ন গুলো ব্যর্থ হলে
হারিয়ে যেতে ইচ্ছে করে
হয়তো দিনশেষে নয়তো জীবন শেষে...!!