সন্ন্যাসীর বেশ ধরে,
এটাই কি ছিল বাকি?
অদৃশ্য মুখোশ পরে,
নিজেকেই দিচ্ছ ফাঁকি!

হঠাৎ সুদিন ফিরলে,
ফের দর্শন চর্চায় মনোনিবেশ।
এ কেমন ছদ্মবেশ?
নাহি খোঁজ নিরুদ্দেশ!