আমার অন্তর্দৃষ্টি আমাকে নদীর প্রবাহের মতো এড়িয়ে গেল।

আমার সংবেদন ক্ষমতা আমাকে পাহাড়ের মতো ঘিরে রেখেছে।

আমার কণ্ঠ মেঘের মতো প্রসারিত হচ্ছে।

আমার দৃষ্টি নীড়বিহীন পাখির মত দিগন্ত খুঁজছে।

আমার মন আমার বিষণ্ণতাকে ঢেকে রেখেছে বাগানে ফুল ফোটার মতো।

আমার ইচ্ছে সীমাহীন আকাশে উড়তে চায় বর্ষার বনে গাওয়া পাখির মতো।

আমার চিন্তা গভীর সমুদ্রে পথপ্রদর্শক নক্ষত্রের মতো ঈশ্বরের আশীর্বাদের জন্য আমাকে আঁকড়ে ধরছে।