হটাৎ তুমি আবির্ভূত হলে , আমার চিন্তা এক অলৌকিকতা পেলো ।

তোমার নূপুর বাজানোর শব্দ আমার ছন্দ ময় সময় কে মন্ত্রমুগ্ধ করে ।

তোমার পদক্ষেপের পথ এক সমৃদ্ধ ভবিষ্যতের ছবি আঁকে ।

আমি বিস্মিত হই যে বিষন্নতা প্রকৃতির ডাকে নীরবে সরে যায় ।

খোদার কৃপা  ভয় এবং দুর্দশার প্রান্ত ছাঁটাই করছে।

দীর্ঘজীবি হোক আশা , স্বপ্নের যেন কভু মৃত্যু না হয় ।