আলোতে বিশ্বাস                    
হয় গো সহজ -
বারো ঘণ্টা অন্তর                  
দিন-রাত যে দেশে,
ছয় মাস দিন হয়েছে পার      
সহজ হয় কি গো তার?
জন্ম নিয়েছ যে শিশু              
ছয় মাস দিনের শেষে।
জনম তোমার অন্ধকারে
ও মোর ভাই- সহোদর
কি করে করাই তোমার
আলোতে দৃষ্টিগোচর?
ভেবে দেখো একবার
কে বানালো তোমারে নীচ
জ্ঞান চক্ষু খুলে দেখো
তোমরাই দেশের আসল বীজ।
বলো সবাই একেই স্বরে-
থাকব না আর অন্ধকারে
জানব আমার অতীতটাকে
করবো সুন্দর ভবিষ্যতটাকে।