হলি জড়ো কাকা-জ্যাঠা
করলি আমায় বলির পাঁঠা।
হাঁড়ি-কাঠে পরিয়ে মাথা
চুকিয়ে দিবি আমার ল্যাঠা।

বাজিয়ে ঢাক উড়িয়ে ধূলি
করবি তোরা আমায় বলি!
শোন-রে-শোন, ওরে কলি
কবে তোরা মানুষ হলি?

জীব হত্যা যে বড়োই ঘৃণ্য
আমায় মেরে হবে নাকো পূণ্য।
কবে যে হবে তোদের চৈতন্য?
তোরা সবাই অন্ধভক্ত অকর্মণ্য।