স্বপ্নিল সময় পেরিয়ে যাচ্ছে,
জীবনের বড়ো প্রতীক্ষিত এই সময়,
কিন্তু কেন যেন অনুভব করা যাচ্ছে না
স্বপ্নের মতো করে;
হৃদয়ের সমস্ত আবেগ দিয়ে,
প্রাণের বুঝি সেই তান্ডবতা নিঃশেষ হয়েছে?
ঝড় কেন বৃষ্টি হয়ে ঝরবে?
বৃষ্টি নয় তুফান হয়ে এসো;
ঝড় নয় ঘূর্ণিঝড় হয়ে এসো;
ভেঙে ফেল হৃদয়ের সব অলিগলির বন্ধন,
ভালোবাসায় ভরিয়ে দাও আবেগের যত রন্ধ্র--
বাস্তবতার ফাঁকে ফাঁকে সেঁধিয়ে দাও কল্পনা,
জীবন হয়ে উঠুক পরিপূর্ণ স্মৃতিময়।
১৭ মার্চ, ১৯৯৯