মৃত দেহে ভরে গিয়েছে চট্টগ্রাম
ছিন্নভিন্ন দেহ ছড়ানো ছিটানো উঠোন জুড়ে
মায়ের বুক ফাটা কান্না আর সন্তানদের আহাজারি শেষ নেই…
তবু চেয়ে দেখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জেগেছে
জীবন দানের রক্তের ব্যাগে ভরে উঠেছে হাসপাতাল
তরুনরা সচেতন আছে, জেগে আছে,
প্রৌঢ় যারা, তাদের নবীন হবার সময় এসেছে--
আর মরে ও জেগে উঠেছে ওরা ৯জন ফাইটার !
কেমন বুক চিতিয়ে ওরা এগিয়ে এল আমাদের প্রাণ বাঁচাতে
ট্রেনিং নেই, ইন্সট্রুমেন্ট নেই অথচ জীবনটাই বাজিতে,
তোমরা বলো না যেন তারা মরে গেছে, তারা হয়েছে শহীদ,
অন্যের জীবন বাঁচাতেই তারা জীবন বলিদান দিয়েছে,
তারা উৎসর্গ করেছে জীবন, তাদের মর্যাদা শহীদের—
স্বর্ণাক্ষরে লেখা একটি করে সনদ আমি দাবি জানাচ্ছি।
আমরা ভুল গুলো শুধরে নেব, মানুষ ভুল করে
প্রয়োজনে পদ্মাসেতুর তলে পদ্মা জলে ডুব দিয়ে
করে নেব নিজেকে সুদ্ধ পবিত্র, আর চট্টগ্রাম,
পাহাড়কে করে নাও সাথী ! তুমি জাগলে
জাগবে মানুষ, জাগবে বাংলাদেশ।