কবিরা আবৃত্তিতে বেশ পটু নয় হয়তো বা। তাই আবৃত্তির লিংক খুব কম বলে অনুভূত হয়। কিন্তু এডিমন যদি কবিতা পাঠ রেকর্ড করার একটি অপসন রাখতেন ! তাহলে কবিরা নিজেদের গলা শান দেবার একটু সুজোগ পেত। কে জানে কবিদের মধ্যে ভালো আবৃত্তিকারও
যে লুকিয়ে নেই।
কিছু অনুভূতি আছে যা লিখে সঠিক প্রকাশ করা যায় না। কবিতা আবেগেরই শৈল্পিক প্রকাশ যা কথার টোন, উচ্চারন ইত্যাদির মাধ্যমে ভালো আবৃত্তিকার ফুটিয়ে তুলেন। মাঝে মাঝে কবির ভাষা আবৃত্তিকার বুঝতে ভুল করেন। তখন কবিরও ইচ্ছে করে নিজে একটু
আবৃত্তি করুক, সে হলোই বা শুধু কবিতা পাঠ !
ইউটিউব এ আবৃত্তি শুনতে গেলে চোখ দৃশ্যে আটকে যায়। কবিতা যতটুকু শোনা তার চেয়ে বেশী দেখা হয়ে যায়। চোখ বন্ধ করে গভীর আবেগ আর অনুভব করা যায় না। খোলা চোখে আমরা যা দেখি তার চেয়ে তো আসলে চোখ বুজলে বেশী দেখা যায়!
এডমিন মহাশয়ের নিকট বিনীত প্রার্থনা।