প্রিয়াংকা তোমার গানের কথা রেখেছ তুমি,
ছোট্ট সংক্ষিপ্ত জীবনের অন্ত পর্যন্ত মনে রেখেছ,
তোমার মনের মানুষেরে;
ভালোবেসে গিয়েছ তেইশ-চব্বিশটি বছর, আজীবন।
তোমার ভক্ত অনুরক্ত আমি এখনো ভাবি,
সত্যিই বুঝি এতোটাই অসহ্য হয়ে উঠেছিল জীবন !?
তুমি না জয় করতে এসেছিলে মানুষের হৃদয়
সুর-সৌন্দর্য দিয়ে, আমেরিকান মায়া আর
বৃত্ত-বৈভবের জীবন ছুঁড়ে ফেলে দিলে আবলীলায়;
নাকি সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো তুমিও ভাবতে:
সত্যিকারের ভালোবাসলে মরে যেতে ইচ্ছে করে !
তোমার কথা: কোচপানাত সুগ আগে …যদিও আমি থাকবো না
থাকবে শুধু আমার এক বুক কোচপানা।
তুমি রাখলে, তোমার কথা…
সত্যিকারের ভালোবাসলে মরেই যেতে হয়।
(প্রিয় শিল্পীর আত্নহত্যা প্রসঙ্গে)