কালের যাত্রার ধ্বনি শুনতে কি পাও,
সময়ের প্রয়োজন একবার ফিরে চাও;
তারই রথ লয়ে যেতে এসেছে, কঙ্কনা,
দেবো না, কিছুতেই দেব না!
অবাক বিশ্ব ! নিরব তাকিয়ে রয়,
যেতে নাহি দেব, হায়,
তবু যেতে দিতে হয়...
আপনার প্রিয় দূরে চলে যায়।
যতই করি না কেন হায়, আমরা নর লোক,
তোমার রয়েছে কর্ম, রয়েছে বিশ্বলোক!
মধুর বন্ধন ছিঁড়ে আরো নূতন বন্ধনে জড়াবার,
তোমার রয়েছে পূর্ণ অধিকার।
কখনো বন্ধুত্ব, কখনো বড় বোনের স্নেহ,
কখনোবা মৃদু শাসন, ভুলব না কেহ;
জানি, সবই আমাদেরই ভালোতে প্রয়োজন,
বিশ্ব ভ্রাতৃত্ব বন্ধনের নিবেদন।
লোকে বলে, দিল্লী বহু...দূর,
দিল্লী কি খুব বেশী দূর?
আমাদের রয়েছে ইন্টারনেট, রয়েছে মুঠোফোন,
দেখা হবে নিশ্চয় আবার কোন একদিন,
গোল পৃথিবী ঘুরছে, নেই কোন দায়,
ভুলো না আমাদের, হে প্রিয় বিদায়।