কাটিয়ে ফেলেছি অর্ধজীবন,
আর কত দিন এই পৃথিবীতে জানা নেই!
কিভাবে আমি মারা যাবো, তা যদি জানতে পারতাম...
না, আসলে জানি না বলেই শান্তিতে আছি।
যদি জানতাম জীবটা অশান্তিতে ভারে উঠতো হয়তো...
সবাই যেভাবে যতটা সম্ভব হাসি-খুশি জীবন কাটায়
তাদের মতো আমিও খুশি, যেভাবে কেটেছে অর্ধজীবন,
মন্দ নয়! বরং আগামী জীবন, মৃত্যুর পর যার শুরু
তা নিয়ে ভাবছি...কোথাই জন্ম হলে আরো সুন্দর জীব্ন পাবো?
সৃষ্টকর্তা যদি তুমি থাকো, তাহিলে প্লিজ এ জীবন আর দিও না!
স্ক্যান্ডিনেভিয়ান কোন দেশের কোন জীবন দিও,
বাকি জীবনে আর সেখানে যেতে পারবো না,
আমার নতুন জীবন হোক আর এক নতুন এডভেঞ্চার !