কখনো বাইক, কখনো চার চাকা, কখনোবা পায়ে হেঁটে
আমার স্মৃতির শহর ঢাকা, বহু বছর পর…
যেন ফিরে পেলাম আমার দুরন্ত কৈশোর বা যৌবন সূচনা
ছদ্ম প্রেমিকার মুখ, মায়াবিনী কল্পনা…
যেখানে ছিল এক টিনের বাড়ী, হয়েছে অট্টালিকা উঁচু
রাস্তার মোড়ের বস্তি হটিয়ে উঠেছে শপিং কমপ্লেক্স
আহা ফ্লাইওভারের উপরে কেমন উড়ে চলে গতিশীল ঢাকা !
বাসাবো থেকে উত্তরা, মোহম্মদপুর থেকে রামপুরা
সর্বত্র ছড়ানো স্মৃতির পাতা কবিতা বা গল্পের মতো…
বন্ধু কিশোর কাঁচাপাকা চুলে আরো স্মার্ট, আগের মতোই
হৃদয়ের খুব কাছে, তার সাথে সাড়ে সাত বছরের ঢাকা
রকস ভীত করোনায়, বন্ধুদের মধ্যে অগ্রগামী অন্যতম।
মনে আছে তিতুমীর কলেজের সেই বাঙালী বান্ধবীকে
বাবার সাথে মোটরসাইকেলের পিছনে বসে হাতের ইশারা!
পাহাড়ের ছেলে, যার মুখে তখনো বাংলাই ফোটেনি
কিভাবে করি ভাবের বিনিময়, এই রাজধানীতে!
সেই ঢাকা করোনাতেও বরং বেশী সচল জটমুক্ত
নস্টালজিক, রোমান্টিক, হর্ষ জাগানিয়া।
১৫।১১।২০২০