প্রেমের সম্পর্কেও থাকে কিছু ইতিহাস,
বিশ্বাস-অবিশ্বাস, মান-অভিমানের ফিরিস্তি,
ভাঙা-গড়ার নিত্য খেলা;
রক্তের বন্ধনে থাকে দায়িত্ব-কর্তব্যের বাঁধা,
জীবনের প্রয়োজন, সামাজিকতা!

জন্ম যেমন ইচ্ছা স্বাধীন,
কুল, জাত, দেশের বাধাহীন
তেমনী বন্ধুতা মুক্ত সর্বদা!
শুধু বন্ধুকেই বলা যায় গোপন কথা…
মাতা,পিতা, ভাই, বোন, স্বামী বা স্ত্রী,
বন্ধুতই মজবুত পটভূমি;
বিনা বন্ধুতে অসাড় সব রিসতা,
সব সম্পর্কের আগে তাই বন্ধুতা।