আজকে এই তিমির শীতের রাতে;
ভেজা কুয়াশার বুক চিরে,
শিশিরের বৃষ্টিতে ভিজে,
হৃদয়ের পুরানো সাঁকো বেয়ে--
তুমি আসবে না জানি।
খুঁজবে না আমাকে
নিখিল বনানীর, এ যুগের
বিশ্বের ’পরে
তবু;
আমি খুঁজে যাই সেই লুপ্ত দিন;
তুমি ছিলে,
আমি ছিলাম পাশে লীন হয়ে,
তুমি দেখো না আমাকে,
আমি দেখি পাহাড়ের ওপার হতে...
নক্ষত্রের অনন্ত আকাশ থেকে
হৃদয়ের আবেগের উৎস হতে
তোমাকে।